Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩১, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে দেখা মিললো বৃষ্টির : মেলেনি স্বস্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ৮ জুন ২০২৩

প্রিন্ট:

রাজধানীতে দেখা মিললো বৃষ্টির : মেলেনি স্বস্তি

ছবি- সংগৃহীত

বৃহস্পতিবারসকাল থেকে দেশের আকাশে মেঘ জমতে দেখা যায়। একপর্যায়ে সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

দীর্ঘদিন পর বৃষ্টি নামার কারণে কিছুটা স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা করছেন তারা। এতে অবশ্য খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের ওপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি।

তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া আগেই এদিন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের প্রাথমিক পর্যায়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer