Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২৫ আগস্ট ২০২৪

প্রিন্ট:

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

রোববার সকাল ৮টা ১০ মিনিটে এই বাঁধ খুলে দেওয়া হয়। কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে গেট খোলার কথা থাকলেও আমরা খুলিনি। তবে পানির লেভেল বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় সকাল ৮টা ১০ মিনিটে আমরা গেট খুলে দিয়েছি। যা থেকে প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি নিষ্কাশন করবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer