Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৩ ১৪৩১, শনিবার ১৯ অক্টোবর ২০২৪

বৃষ্টি ঝরলেও বাড়বে তাপমাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

বৃষ্টি ঝরলেও বাড়বে তাপমাত্রা

ছবি- সংগৃহীত

দেশে সব বিভাগের আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া এ সময় তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্য বঙ্গোপসাগরে আগামী ২২ অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত যশোরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ১১৫ মিলিমিটার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer