Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৮ ১৪৩১, বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় দানা: উপকূলে দমকা হাওয়া-বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

ঘূর্ণিঝড় দানা: উপকূলে দমকা হাওয়া-বৃষ্টি

ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগারে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে উপকূলীয় জেলা খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া যায়। একই সঙ্গে নদীর তীরবর্তী এলাকায় দমকা বাতাস বইতে শুরু করেছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর ১২টার দিকে খুলনা শহরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরও বাড়তে পারে।

এ দিকে খুলনার উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘দানা’র আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে সর্বশেষ গত মে মাসে ঘূর্ণিঝড় ‘রেমালে’ ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ কিলোমিটার বেড়িবাঁধ এখনও মেরামত করা হয়নি। 

জোয়ারের পানির চাপে বাঁধটি আরও দুর্বল হয়েছে। ‘দানা’র আঘাতের আগে বাঁধ মেরামত না হওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন উপকূলীয় এলাকার মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer