ফাইল ছবি
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ ভারতের লামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানানো হয়েছে।মঙ্গলবার সকাল ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং লঘুচাপ ভারতের লামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
এই তিন দিন অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ আছে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য থেকে দেখা যায়, এই সময়ের মাঝে দেশের কোথাওই বৃষ্টি হয়নি।
চলতি মাসে কয়েকটি লঘুচাপসহ একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল।
এদিকে রাজধানী ঢাকার পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।