Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩১, রোববার ২৪ নভেম্বর ২০২৪

জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগ : থানায় জিডি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৪, ২৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগ : থানায় জিডি

ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে কয়েক ঘণ্টার মধ্যে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাণিগুলোকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।

শুক্রবার অল্পসময়ের ব্যবধানে সাতটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যুর অভিযোগের পর গভীর রাত পর্যন্ত সেখানে বিক্ষোভ হয়েছে। শনিবারএ নিয়ে উত্তেজনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। শুধু বের হওয়ার মূল গেট খোলা রেখে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি এতটাই আলোচনা তৈরি করেছে যে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ শনিবার দুপুরে জাপান গার্ডেন সিটিতে লোক পাঠায়। তারা ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নেতাদের পাশাপাশি কুকুর প্রেমীদের সঙ্গেও কথা বলেন।

এ ঘটনায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশের সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এছাড়া অভিনেত্রী জয়া আহসান, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে জাপান গার্ডেন সিটিতে দু’পক্ষের মধ্যে বেশ উত্তেজনা হয়েছিল। রাত ২টা পর্যন্ত চলা এ উত্তেজনা থামাতে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে। শনিবার বিকেল ৪টার দিকে জাপান গার্ডেন সিটির প্রধান ফটকে অবস্থান নেয় ‘অভয়ারণ্য বাংলাদেশ প্রাণী কল্যাণ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এ সময় জাপান গার্ডেন সিটি থেকে কেউ ঢুকতে বা বের হতে পারেননি।

বিষ প্রয়োগের ফলে বিড়াল ও কুকুরগুলো রক্ত বমি করে যন্ত্রণা পেয়ে মারা গেছে বলে অভিযোগ এনে আদাবর থাকায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

তিনি বলেন, এলাকাবাসী ও প্রাণি অধিকারকর্মীরা থানায় যোগাযোগ করলে একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে আসেন। তার উপস্থিতিতে তিনটি কুকুর ও এটি বিড়ালের মরদেহ পাওয়া যায়। বাকি মরদেহগুলো লুকিয়ে ফেলা হয় বলে অভিযোগ নওশাবার।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কুকুর মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ নিয়ে কাজ করা হচ্ছে। সেইসঙ্গে তাদের আদালতে অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা বলে দিয়েছি কুকুরকে কোনোভাবেই নিধন করা যাবে না। বহিরাগত কুকুর যেন না ঢুকে সে ব্যাপারেও মালিক সমিতিকে বলে দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer