Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সকালে দূষণের শীর্ষে ঢাকা :৮ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

সকালে দূষণের শীর্ষে ঢাকা :৮ এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’

ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ৩৯২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ঢাকার ৮ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ৩০১ অতিক্রম করলেই বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে বাতাসের একিউআই স্কোর ৫৫১। এর পরে রয়েছে যথাক্রমে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৫৩৯), গুলশান ২ এর রব ভবন এলাকা (৪৮৫), আগাখান একাডেমী এলাকা (৪৩৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৩৯৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (৩৯২), সাভারের হেমায়েতপুর (৩২৮), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (৩১০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer