Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩১, মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪

দেশে ভূমিকম্প অনুভূত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

দেশে ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো রংপুরসহ আশপাশের এলাকা। সোমবার রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের পশ্চিম গেরো পাহাড়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কিমি দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। 

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩৫ সেকেন্ড। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। সেদিন ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer