Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩১, বুধবার ০১ জানুয়ারি ২০২৫

আসছে শৈত্যপ্রবাহ : সতর্ক থাকার পরামর্শ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৯ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

আসছে শৈত্যপ্রবাহ : সতর্ক থাকার পরামর্শ

ফাইল ছবি

চলতি মাসে রাজধানীতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে উত্তরের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশজুড়ে জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এসময় কুয়াশার পরিমাণ আরও বাড়বে। আর কুয়াশা বাড়লে সূর্য উঠতেও দেরী হবে, যাতে সর্বোচ্চ তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়, চলতি মাসে দেশেজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে জানুয়ারি থেকে সারাদেশেই শৈত্যপ্রবাহ শুরু হবে। এতে তাপমাত্রা কমে আসবে। কোথাও কোথাও দিনের শেষ দিকে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশায় আবৃত থাকবে।

এদিকে আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবারের (৩০ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer