Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৯ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

বছরের শেষ দিনে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

বছরের শেষ দিনে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে ঢাকা

ফাইল ছবি

বছরের শেষ দিনে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২৩৭ স্কোর নিয়ে প্রথম স্থানে পাকিস্তানের করাচি এবং ২০৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

মঙ্গলবার সকাল ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

শুধু আজকের দিনটি নয়, মাসজুড়েই অস্বাস্থ্যকর বায়ু পেয়েছে এ নগরীর মানুষ। গতকাল সোমবারও এমন সময়ে সময় ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর ছিল।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৬১)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে বেচারাম দেউড়ি (৩৬২), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৪৬), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৩), কল্যাণপুর (২২৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২১০), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১১)। এদিন সকালে এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৬ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer