Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩১, রোববার ০৫ জানুয়ারি ২০২৫

চিলিতে৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ৩ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

চিলিতে৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি

চিলিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।

চিলি বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।

এছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মাউলি এলাকায় অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer