Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২২ ১৪৩১, সোমবার ০৬ জানুয়ারি ২০২৫

ফৌজরদারহাট সাগরপাড়ে শুরু হয়েছে ফুল উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ৪ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

ফৌজরদারহাট সাগরপাড়ে শুরু হয়েছে ফুল উৎসব

ছবি- সংগৃহীত

চারপাশে হিমেল হাওয়ায় দুলছে লক্ষাধিক দেশি-বিদেশী ফুল। শহুরে ক্লান্তি ভুলতে ফৌজরদারহাট সাগরপাড়ে দুবাই মিরাকল গার্ডেনের আদলে এমন জায়গা তৈরি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার থেকে সেখানে শুরু হয়েছে মাসব্যাপি ব্যতিক্রমী ফুল উৎসব।

সাগরপাড়ে এ যেন এক অজানা ফুলের রাজ্য। প্রায় ১৯৪ একর জায়গাজুড়ে লাখেরও বেশি ফুলের গাছ। দেশ-বিদেশি ১৩৬ প্রজাতির লাল, সাদা, হলুদ ফুলে ক্লান্তি ভুলতে অনেকেই আসছেন চট্টগ্রামের ডিসি পার্কে।

আজ সকালে আঞ্চলিক গান আর বণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে উৎসবের শুরু হয়। থাকছে পিঠা উৎসব, খেজুর রস পান, সাম্পা্ন বাইচ, পুতুল নাচ, ঘুড়ি উৎসব, চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন।

সাগরপাড়ের বিশাল এ জায়গা একসময় ছিল মাদকের সাম্রাজ্য। তাদের উচ্ছেদের পর এখানে স্থায়ী এ পর্যটন কেন্দ্র গড়ে তোলে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘ভূমি দস্যুদের একটা এরিয়া ছিল। তাদের থেকে জায়গাটা উদ্ধার করে কিভাবে পবিত্র করা যায় আমরা সেটার কাজই করেছি। এক্ষেত্রে আমরা প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এইটাকে আরো সুন্দর করে গড়ে তোলা হোক।’

প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে ডিসি পার্ক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer