ফাইল ছবি
সেন্টমার্টিন দ্বীপে কার্যক্রম বন্ধ করে ১৬৫ আবাসিক হোটেলকে নিজ উদ্যোগে ৭ দিনের মধ্যে অপসারণ করতে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গত বছরের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৩ জানুয়ারির মধ্যে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার স্বাক্ষরিত বিভিন্ন সময়ে এ নোটিশগুলো দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবস্থানগত অথবা পরিবেশগত ছাড়পত্র না নিয়ে হোটেলগুলোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ আইন পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
সেখানে আরও বলা হয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৯ সালের ১৯ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপ এলাকাকে ইসিএ ঘোষণা করে।
এর ফলে প্রাকৃতিক বন ও গাছপালা কর্তন, আহরণ, সব প্রকার শিকার ও বন্যপ্রাণী হত্যা, ঝিনুক, কোরাল, কচ্ছপ ও অন্যান্য প্রাণী ধরা বা সংগ্রহ, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী সব কার্যক্রম, ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট অথবা পরিবর্তন করতে পারে এমন কার্যক্রম, মাটি-পানি-বায়ু এবং শব্দ দূষণকারী শিল্প বা প্রতিষ্ঠান স্থাপন, মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর ক্ষতিকারক যে কোন প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এসব নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পাথর উত্তোলন ও বেড়িবাঁধ তৈরি করে ইসিএ এলাকায় এসব রিসোর্ট নির্মাণ করে পরিচালনা করা হচ্ছে। এছাড়াও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপে নির্মিত এসব স্থাপনা বন্ধ ও অপসারণ করা অত্যাবশ্যক।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন, নোটিশে উল্লিখিত সাত দিনের মধ্যে কার্যক্রম বন্ধ করে অপসারণ করা না হলে এসব স্থাপনার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ পর্যন্ত ১৬৪টি হোটেল-রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে জানিয়ে জমির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে সেন্টমার্টিন দ্বীপে অবৈধভাবে নির্মিত সব হোটেল- রিসোর্টকে নোটিশ দেওয়া হবে।
নোটিশপ্রাপ্ত হোটেল-রিসোর্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্লু -মেরিন, ফ্যান্টাসি, আটলান্টিক, সী-প্রবাল, সিনবাদ, স্যান্ড ক্যাসেল, কিং শোক, দ্বীপান্তর, জলকুটির, জ্যোস্নালয়, সূর্যস্নান, সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট, সেইলর, গোধূলি, জল কুটির, বীচ-ভেলি।
সম্প্রতি সেন্টমার্টিন দ্বীপ ঘুরে দেখা যায়, ২৭টি হোটেল, রিসোর্ট, কটেজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২০টিই বহুতল ভবন। এ ছাড়া সেমিপাকা স্থাপনা নির্মাণ হচ্ছে সাতটি। এসব ভবন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রকাশ্যে নির্মিত হচ্ছে।
দ্বীপের হোটেল মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, সেন্টমার্টিনে বহুতল ও এক তলা মিলিয়ে হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর সংখ্যা আড়াইশর বেশি। এর মধ্যে গত দুই বছরে তৈরি হয়েছে ১৩০টি। ২৭টি নির্মাণাধীন আছে। পরিবেশ অধিদপ্তর জানায়, একটি স্থাপনা নির্মাণেও তাদের ছাড়পত্র নেওয়া হয়নি।