ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই দুই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাক
ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে ৭৬টি যানবাহনসহ ছোট-বড় ৪টি ফেরি আটকা পড়ে। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা ছিল।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে নৌ-রুটে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। রাত ১টার পর নদীর চ্যানেলগুলোতে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। ভোর ৩টার দিকে কুয়াশা এত তীব্র রূপ ধারণ করে যে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে।
এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় সকাল ৭টায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। সকাল ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।