Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৩০ ১৪৩১, শনিবার ১৫ মার্চ ২০২৫

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী

ছবি- সংগৃহীত

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাজধানী ঢাকা। তবে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শীতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় কম অনুভূত হচ্ছে।

মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো শহর। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি

গত কয়েকদিনে রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে শীতের অনুভূতি অনেকটাই কমেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা বেড়েছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer