Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩১, সোমবার ০৩ মার্চ ২০২৫

নেপালে শক্তিশালী ভূমিকম্প : কাঁপল ভারতও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

নেপালে শক্তিশালী ভূমিকম্প : কাঁপল ভারতও

ফাইল ছবি

নেপালে শুক্রবার ভোরে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে হিমালয় অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়। ভারতের পাটনা এবং বিহারের আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নেপালের সিন্ধুপালচোক জেলার ভৈরব কুন্ডা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটি পরিমাপ করেছে ৫.৬ মাত্রায়, যেখানে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুমান করছে ৫.৫। তবে একাধিক ভূমিকম্প হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। 

একটি ৬.১ মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী বলে মনে করা হয় এবং এটি উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে, বিশেষ করে কেন্দ্রের কাছাকাছি।এদিকে শুক্রবারের এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer