Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩১, সোমবার ০৩ মার্চ ২০২৫

মার্চে তাপপ্রবাহ-শিলাবৃষ্টি-কালবৈশাখী সবই হতে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২ মার্চ ২০২৫

প্রিন্ট:

মার্চে তাপপ্রবাহ-শিলাবৃষ্টি-কালবৈশাখী সবই হতে পারে

ফাইল ছবি

চলতি মার্চ মাসে তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, কালবৈশাখী—সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সংস্থাটি বলছে, মার্চ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।মার্চ-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৮°সে.) বা মাঝারি (৩৮-৪০°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো বলা হয়েছে, মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.০-৩.৫ মিঃমিঃ এবং গড় সূর্য কিরণকাল ৫.৭৫-৬.৭৫ ঘণ্টা থাকতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণপূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer