Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩১, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫

রমজানে দাবদাহের আভাস : তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২০:২৪, ৩ মার্চ ২০২৫

প্রিন্ট:

রমজানে দাবদাহের আভাস : তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

ফাইল ছবি

রমজান মাসে একাধিক দাবদাহ হতে পারে। একই সঙ্গে আশাঙ্কা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়েরও। দাবদাহ শুরু হলে রোজা পালন করতে কষ্ট হবে মুসলিম জাতির।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানান।

রোববার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।  

এ ছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এ ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। 

অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিন দিন বজ্র-শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer