Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৫ ১৪৩১, শুক্রবার ২১ মার্চ ২০২৫

ধেয়ে আসছে বৃষ্টিবলয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ২০ মার্চ ২০২৫

প্রিন্ট:

ধেয়ে আসছে বৃষ্টিবলয়

ফাইল ছবি

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়, যা বৃহস্পতি থেকে সোমবার (২০-২৪ মার্চ) পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার  বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সংস্থার তথ্য মতে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি ২০ মার্চ দুপুরের পর হতে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

এই বলয়ে দেশের কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। যার মানে এই পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ দেখা, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থা আরও জানায়, এই বৃষ্টিবলয়ে সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় পানি সেচকার্য চালানোর মতো বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সিলেট ও খুলনা বিভাগে, তবে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম ও উত্তর বঙ্গীয় এলাকায়। সর্বাধিক সক্রিয় থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এলাকায়। এই বৃষ্টিবলয়ে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি বৃষ্টি হলেও হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer