
ফাইল ছবি
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার এ ভূমিকম্প আঘাত হানে।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির হুমকি রয়েছে কিনা দুর্যোগ সংস্থা তা মূল্যায়ন করছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভূমিকম্পের ফলে সমুদ্রের পানির গতিবেগে পরিবর্তন আসতে পারে।
সরকারিভাবে ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ঝাঁকুনিতে অনেক মালামাল পড়ে গেছে এবং ভবনগুলো দুলছিল।
জিওনেট সতর্কবার্তায় জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। স্নেয়ার্স দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। এই দ্বীপটি নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উত্তরে অবস্থিত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।