Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টি

ফাইল ছবি

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে- ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। 

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
তাই ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
 
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer