Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস মিলবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ১৯:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

প্রিন্ট:

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস মিলবে

ঢাকা : বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এখন থেকে তিন দিনের পরিবর্তে দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। মিলবে দুর্যোগের সুনির্দিষ্ট দিন, ক্ষণ ও স্থায়িত্বকাল।

স্যাটেলাইট থেকে পাওয়া সংকেত সারাদেশে নির্ভুলভাবে পৌঁছে দিতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সারাদেশে স্থাপন করা হচ্ছে আরও ২০০টি আবহাওয়া সতর্ককরণ কেন্দ্র। নিজস্ব স্যাটেলাইটের সর্বোচ্চ ব্যবহারে অঞ্চলভিত্তিক স্যাটেলাইট কেন্দ্র করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশের আবহাওয়া পরিমাপ কিংবা জলবায়ু পরিবর্তনের সমীক্ষা তৈরিতে বর্তমানে ভিন্ন ভিন্ন স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। এরফলে আবহাওয়ার সঠিক তথ্য বা সংকেত যথাসময়ে পাঠানো যেমন সম্ভব হয় না, অপরদিকে বিদেশি স্যাটেলাইটের পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।

এবার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা যন্ত্রপাতির মাধ্যমে, সারাদেশে আবহাওয়ার সঠিক পূর্বাভাস সময়মত পৌঁছে দেয়াসহ তথ্য উপাত্ত পর্যবেক্ষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এখন থেকে তিন দিনের স্থলে ১০ দিনের পূর্বাভাস দেয়ার পাশাপাশি, দুর্যোগের দিনক্ষণ ও স্থায়িত্বকাল উল্লেখসহ আবহাওয়ার প্রতিঘন্টার অগ্রগতি তুলে ধরার কথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক।

কোথায় কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টি ভারী নাকি মাঝারি হবে, আদ্রতা কেমন থাকবে তার সবই উল্লেখ থাকবে আবহাওয়া পূর্বাভাসে।

প্রাকৃতিক দুর্যোগে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে তথ্য উপাত্ত আদান-প্রদানে দেশের বিভিন্ন অঞ্চলে স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer