Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩ ১৪৩১, শনিবার ১৮ জানুয়ারি ২০২৫

মুম্বাইয়ের কাছে আলিবাগে প্রবল বেগে আছড়ে পড়ল নিসর্গ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭, ৩ জুন ২০২০

প্রিন্ট:

মুম্বাইয়ের কাছে আলিবাগে প্রবল বেগে আছড়ে পড়ল নিসর্গ

মুম্বাইসহ ভারতের মহারাষ্ট্র ‍ও গুজরাট উপকূলে দুপুর ১টা নাগাদ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিসর্গ। রাজ্যটিতে ইতোমধ্যে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যটির মুম্বাই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এ পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার হতে পারে। এ ছাড়া সাড়ে ছয় ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র ছাড়াও গুজরাট, দামান, দিউ, দাদরা ও নগর হাভেলি অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে মুম্বাইয়ে বিকেল নাগাদ আঘাত হানতে পারে নিসর্গ। ইতোমধ্যে মহারাষ্ট্রের ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার ৪৩টি দল প্রস্তুত রাখা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer