ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে ওই রেস্টুরেন্টের এক বাংলাদেশি কর্মচারী আহত হয়েছেন।
শনিবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে লং আইল্যান্ড সিটির ‘বৈশাখী রেস্টুরেন্ট’ নামের বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁয় ঢোকে লাল হুডি পরা এক ব্যক্তি। নিজের ব্যাগে থাকা বন্দুক বের করে চালায় অতর্কিত হামলা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্টুরেন্টে ঢুকেই বন্দুকধারী সেখানকার এক কর্মীকে ধাওয়া দেন। একপর্যায়ে ওই কর্মচারীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে হামলাকারী।এ সময় ওই কর্মী পালিয়ে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টারের পেছনে গেলে সেখানে গিয়েও আরেক দফা গুলি চালায় বন্দুকধারী। আচমকা এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েন রেস্টুরেন্টে থাকা অতিথিরা। প্রাণ বাঁচাতে শুরু করেন ছুটাছুটি।
এই ঘটনায় সাব্বির নামে বাংলাদেশি রেস্টুরেন্টকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বন্দুক হামলার পর তাকে দ্রুত স্থানীয়হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বন্দুক হামলার কারণ উদঘাটনে তদন্তে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও স্থানীয়দের ধারণা, বন্দুকধারীও বাংলাদেশি। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। বন্ধ রয়েছে আশেপাশের দোকানপাট