ফাইল ছবি
অষ্টম দফায় এসে কর্মসূচিতে খানিকটা পরিবর্তন এনেছে বিএনপি। এবার ৪৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল থেকে অবরোধ শুরু। সেই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
সোমবার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা করেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৮ম ধাপে ২৪ ঘণ্টার অবরোধ এবং ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।