Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস

ফাইল ছবি

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। তবে পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো জানা যায়নি।

এর আগে গত সোমবার ঢাকায় ফিরেছেন পিটার হাস। গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।

পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সহিংসতামুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নিঃশর্ত সংলাপের আহ্বান জানায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer