Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩১, রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

অপরাজিতা নেটওয়ার্কের মতবিনিময়

রাজনৈতিক দলে নারীদের ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ৯ জুন ২০২৪

প্রিন্ট:

রাজনৈতিক দলে নারীদের ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

ছবি: সংগৃহীত

নারীর ক্ষমতায়ন নিয়ে দেশজুড়ে কাজ করা জাতীয় অপরাজিতা নেটওয়ার্কের মতবিনিময় সভা থেকে রাজনৈতিক দলসমূহে নারীদের ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি করলেন বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট নারীরা। 

রোববার বিকালে গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলসমূহে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে নির্বাচন কমিশন ও অপরাজিতাদের এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতি ও সংসদ সদস্য আরমা দত্ত বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের উন্নয়নের জন্য আরো বেশী কাজ করতে হবে। নারীরা ঘরেও কাজ করতে পারে, বাহিরে কাজ করতে পারে।’

মতবিনিময় সভার প্রধান অতিথি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘অপরাজিতারা যে অনেক শক্তিশালী অনেক বড় প্লাটফর্ম এখানে না আসলে বুঝতে পারতাম না। আপনারা যোগ্যতা ও দায়িত্ব নিয়ে অনেক ভালো ভালো কাজ করছেন, আপনাদের অধিকার একদিন অবশ্যই পূরণ হবে, হতাশ হলে চলবে না।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দলে ৩৩% প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে অপরাজিতদের অনেক কাজ করে যেতে হবে। আমি আপনাদের দাবিগুলো কমিশনের মিটিংয়ে উপস্থাপন করবো।’ 

আলোচনায় জাতীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুল আরা হক মিনু বলেন, ‘নারীরা রাজনৈতিক দলে সরাসরি যোগাযোগ করছেন বলে, অপনারাই তো রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন। যে সকল রাজনৈতিক দল এখনও ৩৩% নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে নাই, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আপনারা সেসব রাজনৈতিক দলকে আরো বেশী বেশী মনিটরিং করুন।’

রংপরের অপরাজিতা মঞ্জুশ্রী সাহা বলেন, ‘আমরা নিজেরা যদি অধিকার সম্পর্কে সচেতন হতে না পারি তা হলে রাজনৈতিকভাবে আমরা খুব বেশী দূর এগুতে পারবো না।’

অপরাজিতা এ্যাডভোকেট সোনিয়া বলেন, ‘আমাদের নারীদের সার্বিক যোগ্যতা থাকার পরও রাজনীতিতে ভালো অবস্থান করতে পারছেন না।

বরিশালের অপরাজিতা অধ্যাপিকা শাহেদা বেগম, চট্টগ্রামের অপরজিতা এ্যাডভোকেট দিল আফরোজ, দিনাজপুরের অপরাজিতা লায়লা বানু অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ বলেন, ‘এই প্রকল্প অপরাজিতা ও রাজনৈতিক দলের সাথে কাজ করেছে, যত বেশী নারীদেরকে সম্পৃক্ত করা যাবে, নারীদের রাজনৈতিক দলে পদ-পদবী পাওয়া সহজ হবে।’ সঞ্চালনা করেন হেলভেটাস-সুইস ইন্টার-কোঅপারেশনের প্রতিনিধি ও অপরাজিতা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ফৌওজয়া খোন্দকার।

মূলপ্রবন্ধ উপস্থপান করেন খুলনার অপরাজিতা আকলিমা সুলাতানা তুলি। বিআইজিডি এর সিনিয়র ফেলো অব প্রাকটিস মাহিন সুলতান, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, হেলভেটাস-সুইসইন্টার কোঅপারেশন ও প্রকল্পের পরিচালক প্রশান্ত ত্রিপুরাসহ, ছয়টি বিভাগ থেকে আসা আরো ৪০ জন অপরাজিতাসহ অন্যরা এতে যোগ দেন। 

সুইজারল্যান্ডের (এসডিসি-এর) সহযোগিতায়, হেলভেটাস-সুইসইন্টার কো-অপারেশনের ব্যবস্থাপনায়, রূপান্তর, প্রিপট্রাস্ট, খান ফাউন্ডেশন ও ডেমক্রেসিওয়াচ-অপরাজিতা প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলাধীন ৬২টি উপজেলার ৫৪০টি ইউনিয়নে অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer