ঢাকা : মর্মান্তিক রানা প্লাজা ধসের ৩ বছরকে সামনে রেখে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ৩ দিনব্যাপি কর্মসূচি শুরু হচ্ছে শুক্রবার থেকে। শুক্রবার দুর্ঘটনাস্থল রানা প্লাজার সামনে আলোকচিত্র প্রদর্শনী ও সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। প্রদর্শনীটি উদ্বোধন করবে আহত শ্রমিক রূপালী।
প্রদর্শনীতে সংগঠনের সভাপ্রধান ও আলোকচিত্রী তাসলিমা আখ্তারসহ আবীর আব্দুল্লাহ, শুভ্রকান্তি দাস ও রাহুল তালুকদারের রানা প্লাজার ঘটনার দিন থেকে তোলা অসংখ্য ছবি এতে প্রদর্শিত হবে।
প্রদর্শনীর পাশাপাশি সমাবেশে বক্তব্য রাখবেন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তার, জুলহাস নাইন বাবু, রানা প্লাজা শাখার সভাপ্রধান সিরাজ ফকির প্রমুখ। এছাড়া বক্তব্য রাখবেন আহত শ্রমিক রূপালী আক্তার, নিহত ফজলে রাব্বীর মা এবং নিহত শাওনের বাবা আব্দুল আজিজ।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে।