ছবি: নূর আহমেদ জিলাল
কুড়িগ্রাম : বিশিষ্ট আলোকচিত্রী নূর আহমেদ জিলাল ঘুরে বেড়াচ্ছেন উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোতে।
কুড়িগ্রামের বন্যা উপদ্রুত অলিপুরের নিমজ্জিত গ্রামগুলোতে গিয়েছেন তিনি। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর তীরবর্তী জনপদে ঘুরে ঘুরে দেখেছেন জনজীবনের সংকটের বাস্তবচিত্র।
সেখানকার চরপার্বতীপুর গ্রামে তিনি দেখেছেন ক্রমাগত বেড়ে চলা বাণের পানি থেকে নিজেদের রক্ষায় বাসিন্দারা অনেকে ঘরের চালে মাচা তৈরী করে মাথাগোজার ঠাঁই করছেন। কেউবা নৌকার মাঝেই শঙ্কা নিয়ে অবস্থান করছেন।
তবে সরকারি-বেসরকারিভাবে দূর্গত এসব মানুষের কাছে এখনো ত্রাণ পৌছেনি বলে তাদের সাথে কথা বলে জেনেছেন আহমেদ জিলাল। তারা এই আলোকচিত্রীর কাছে দাবি জানিয়েছেন, কেউ যদি ত্রাণ দিতে চান তবে যেন সরাসরি তাদের হাতেই দেয়। কারণ জনপ্রতিনিধি বা স্থানীয় মাতব্বরদের হাত হয়ে কখনোই পুরো ত্রাণ তাদের হাতে এসে পৌছায় না।
নূর আহমেদ জিলালের ক্যামেরায় দেখে নেব কুড়িগ্রামের বন্যা দূর্গত মানুষদের, যারা নিত্যদিন লড়াই করে নিজেদের বাঁচিয়ে রাখছেন-