Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৯ ১৪৩১, মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫

পুরস্কার পেল রুশ রাষ্ট্রদূত হত্যার সেই ছবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৬:৩৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

পুরস্কার পেল রুশ রাষ্ট্রদূত হত্যার সেই ছবি

ঢাকা : তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ছবি ধারণকারী বুরহার ওজবিলিচি নামের সেই ফটোগ্রাফারকে ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৭ পুরস্কার দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবারের এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।

ছবিটিতে দেখা গেছে, আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করার পর হত্যাকারী মেভলুট মার্ট আলটিনটাস উল্লাস করছে। আর এ ছবির ধারণকারী বুরহান হলেন ফরাসি বার্তা সংস্থা এপির ফটোগ্রাফার। পুরস্কারজয়ী এ ছবিটি ওই ঘটনার সময় তোলা সিরিজ ছবিরই অংশ। সিরিজটিতে রুশ রাষ্ট্রদূতকে গুলি করার আগের ওপরের বেশ কয়েকটি ছবি আছে। বুরহান ওই সিরিজটির শিরোনাম দিয়েছেন ‘অ্যান অ্যাসসাসিনেশন ইন টার্কি’ অর্থাৎ ‘তুরস্কের এক হত্যাকাণ্ড’।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ১৯ ডিসেম্বর। একটি আর্ট গ্যালারি পরিদর্শন করছিলেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। হঠাৎই হামলার শিকার হন তিনি। ‘তুর্কিদের চোখে রাশিয়া’ শিরোনামের প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় কারলভকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুকধারীর ওই হামলায় কারলভ গুলিবিদ্ধ এবং নিহত হন। রাষ্ট্রদূতকে গুলি করার পর হামলাকারী অনুষ্ঠানের সব অতিথিকে চলে যাওয়ার সুযোগ দেয়। কারলভকে গুলির পর গ্যালারিতে বন্দুকযুদ্ধ চলে কিছুক্ষণ। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় আলটিনটাস।

সিরিয়ায় রুশ বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভের একদিন পরই এ হামলা চালানো হয়।

২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার হত্যাকারী মেভলুট মার্ট আলটিনটাস গত আড়াই বছর ধরে দাঙ্গা পুলিশের হয়ে কাজ করেছেন। তবে সেসময় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল,হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় মেভলুট মার্ট আলটিনটাস কোথাও কর্তব্যরত অবস্থায় ছিলেন না। হামলার সময় আলটিনটাস ‘আল্লাহ আকবর’ ও ‘আলেপ্পোর কথা ভুলে যেও না’ বলে চিৎকার করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer