ছবি- সংগৃহীত
জনসভার সময় বিকেল ৩টা। কিন্তু দুপুর ১২টার মধ্যেই ময়মনসিংহ নগরী মিছিলের নগরী হয়ে গেছে। নেতা-কর্মীদের মিছিলের স্রোত এগিয়ে চলছে জনসভার স্থল সার্কিট হাউস মাঠের দিকে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।
এরপর ছোট মিছিলগুলো এক হয়ে সার্কিট হাউস মাঠের দিকে ছুটে চলছে। নেতা-কর্মীরা অনেকেই গায়ে দিয়েছেন রঙিন গেঞ্জি, মাথায় টুপি। বহন করছেন ব্যানার, ফেস্টুন। অনেকের হাতে রঙিন লগি-বইঠা। মিছিলের কারণে জয় বাংলা স্লোগানে মুখরিত ময়মনসিংহের রাজপথ। নারীরাও আসছেন মিছিলে।
সার্কিট হাউস মাঠের অনেকটা এখনই নেতা-কর্মীদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। উপজেলা এবং আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীদের বহনকারী বাস-ট্রাকগুলো ধীরে ধীরে নগরীতে প্রবেশ করছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, আজ ময়মনসিংহে সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন।