ছবি- সংগৃহীত
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত অসুস্থ সিরাজুল আলম খানকে (দাদা ভাই) ঢামেকের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।
সিরাজুল আলম খানের পরিবার এবং শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম। পরে তাকে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।