Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

সিরাজুল আলম খান আইসিইউতে : অবস্থা আশঙ্কাজনক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১ জুন ২০২৩

প্রিন্ট:

সিরাজুল আলম খান আইসিইউতে : অবস্থা আশঙ্কাজনক

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত অসুস্থ সিরাজুল আলম খানকে (দাদা ভাই) ঢামেকের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, তার অবস্থা আশঙ্কাজনক।

সিরাজুল আলম খানের পরিবার এবং শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম। পরে তাকে চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer