Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ফাইল ছবি

দীর্ঘ  প্রায় ১০ মাস পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি  গঠন করা হয়েছে। সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দু’টি কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে ও সন্ধ্যার পর দলীয় নেতারা কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন দায়িত্বশীল নেতারা।

২০২২ সালের ৩ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগে সভাপতি হিসেবে সিটি মেয়র ইকরামুল হক টিটু ও মোহিত রহমান শান্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর পর দীর্ঘ ৯ মাস ২২ দিনের মাথায় সোমবার জেলা ও মহানগর শাখা কমিটি পূর্ণাঙ্গ করা হয়। জেলা আওয়ামী লীগের কমিটিতে এগারো জনকে সহ-সভাপতি, তিনজনকে যুগ্মসাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদে ৩৯ সদস্য, ৩৬ জন সাধারণ সদস্য এবং ২৭ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের কমিটিতে এগারো জনকে সহসভাপতিসহ ৩৯ জনকে সম্পাদকমন্ডলী এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ৩১ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer