
ফাইল ছবি
আওয়ামী লীগ কখনো হত্যার রাজনীতি করে না বা বিশ্বাস করে না বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার সাভারের আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়াকে একবারও কি কেউ হত্যা করতে গেছে? কারণ আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী না, বিএনপি হত্যার রাজনীতি করে বলেই শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে।’
পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারো সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নেই।’
দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখেছে দাবি করে তিনি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের জনগণ আর কিছু চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপই বলছে শতকরা ৭০ জন মানুষ নৌকায় ভোট দেবে।
নির্বাচন আয়োজন বিষয়ে তিনি বলেন, যত ষড়ন্ত্রই হোক, নির্বাচন বাংলাদেশে হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নিষেধাজ্ঞা ও ভিসা নীতির পরোয়া আমরা করি না।নিজ বক্তব্যে দেশের মানুষ নিত্যপণ্যের দামের কারণে কষ্টে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিনিসপত্রের দাম একটু বেশি, এটা সারা দুনিয়াতেই বেশি। তবে নির্বাচনের আগে তা কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি।