ফাইল ছবি
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।শনিবার এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, বেগম জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং সাজার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
নির্বাচনের আগে গত বছরের ২৮ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চলে জ্বালাও-পোড়াও এবং সংঘর্ষ। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রাণ হারান।