Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩১, রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

এবার মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক ছাত্রলীগের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ১৬ জুলাই ২০২৪

প্রিন্ট:

এবার মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক ছাত্রলীগের

ফাইল ছবি

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগ সভাপতি জানান, কোটা সংস্কারের দাবিতে সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ৫০০ জনের বেশি আহত হয়েছেন। বিভিন্ন হলের ১০০টির বেশি রুম ভাংচুর করা হয়েছে। যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের প্রতিহত না করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না।

ঢাকাসহ সারাদেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান সাদ্দাম হোসেন। ব্রিফিংয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।

এর আগে, সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় কোটাবিরোধী ও ছাত্রলীগ। এর মধ্যে বিজয় একাত্তর হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাংচুর করা হয়। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

এ ঘটনায় আহতদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে আবার ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘের্ষের ঘটনায় আহত হয়ে সেখানে চিকিৎসা নিতে এসেছেন দুইশর অধিক। এদিকে, কোটা আন্দোলনকারীদের দাবি, তাদের প্রায় দুইশ জন আহত হয়েছেন।

এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাত সাড়ে নয়টার পর ঢাবির দোয়েল চত্বরে তাদের ব্রিফিংয়ে ঘোষণা দেয়, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার। এরপর ছাত্রলীগও একইদিনে কর্মসূচির ডাক দিলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer