Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

আন্দালিব রহমান পার্থ আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২৫ জুলাই ২০২৪

আপডেট: ১৬:৫৯, ২৫ জুলাই ২০২৪

প্রিন্ট:

আন্দালিব রহমান পার্থ আটক

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবারদুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানাননি তিনি

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এ জন্য তাকে আটক করা হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিও দেন মির্জা ফখরুল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer