ফাইল ছবি
ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সিলেটসহ দেশের অধিকাংশ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে জয়ী মেয়র ও কাউন্সিলররা গা-ঢাকা দিয়েছেন। আবার কেউ কেউ দেশও ছেড়েছেন। সরকার পতনের দিন থেকেই মোবাইল ফোনও বন্ধ করে দিয়েছেন বেশিরভাগ জনপ্রতিনিধি। তবে ব্যাতিক্রম চিত্র দেখা গেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে।
মঙ্গলবার সকালে সরেজমিনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে দেখা যায় স্বাভাবিক ভাবেই সকল বিভাগের কার্যক্রম চলছে। মেয়রকে তার অফিসে উপস্থিত না পাওয়া গেলেও সকল কর্মকর্তা-কর্মচারী এবং পুরুষ ও নারী কাউন্সিলররাও নগর ভবনে এসে দাপ্তরিক কাজ করতে দেখা গেছে। সেবাগ্রহীতা এসে উত্তরাধিকার সনদ, জন্মসনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারছেন পূর্বের মতই। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, ইপিআই টিকাদান, নগর স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম সঠিক নিয়মে চলছে।
নগর ভবন সূত্রে জানা গেছে, সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু ব্যাক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে নগরীতেই নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং মুঠোফোনে সিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন ও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন ।
গত ৫ আগষ্ট বিকালে মেয়রের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে দুর্বৃত্তরা। এর পর থেকে মেয়র অন্যত্র নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
সিটির কাউন্সিলরদের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আহমেদ বলেন, নগরীর বর্জ্য অপসারণ, মশক নিধন কার্যক্রমসহ অন্যান্য কাজ চলমান রয়েছে। মেয়র না থাকলেও মেয়রের নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা ও জোনাল অফিসারদের মাধ্যমে স্বাভাবিক কার্যক্রম চলছে।
তবে নগরীর ড্রেনেজ ও সড়ক নির্মাণসহ অন্যান্য চলমান উন্নয়ন কাজ থমকে আছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা। তিনি বলেন বিভিন্ন ঠিকাদারের লোকজন কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে ব্যাঙ্কিং সিস্টেমের জন্য পর্যাপ্তভাবে অর্থ উত্তোলন করতে না পারার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান উপকরণ সহ লেবারদের নিয়মিত খরচ মেটাতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক ও ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা উত্তোলন করার বিষয়টি নিশ্চিত হলেই আবারো পুরোদম সকল প্রকল্পের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, আর্থিক কর্মকাণ্ড, জন্ম-মৃত্যু নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, ট্রেড লাইসেন্সসহ অধিকাংশ কার্যক্রমই সচল রয়েছে। স্বাস্থ্য বিভাগের কার্যক্রমও চলমান রয়েছে। দুই সপ্তাহের বেশি ছাত্র আন্দোলনে নগরীর ডিজিটাল সেন্টার, ৬টি গাড়ি ভাংচুর হয়েছে।
এছাড়া ৭, ৯, ১০, ২১, ২৪, ২৯ ও ৩০ নাম্বার ওয়ার্ড কার্যালয়ে ভাংচুর হয়েছে এবং টাউন হল অডিটোরিয়ামে হামলা করা হয়েছে, অনেক স্থানে ল্যাম্পপোস্ট, সুইচ বোর্ড, সোলার প্যানেল, সিসি ক্যামেরা ভাংচুর করা হয়েছে। বেশকয়েকটি সড়কবাতি ক্ষতি হয়েছে। শীঘ্রই এসবের সংস্কার কাজ শুরু হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।