Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৫ ১৪৩১, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪

পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল 

ছবি- সংগৃহীত

পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ মশাল মিছিল ও প্রতিবাদী  সমাবেশে করে সংগঠনটি। 

প্রতিবাদী সমাবেশ থেকে, খাগড়াছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর উপর সন্ত্রাসী হামলা, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান ছাত্র নেতারা। 

পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলার নিন্দা জানিয়ে সংগঠনের নেতারা বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীর উপর হামলায় ৩ জন নিহত হয়েছেন। তাদের বাড়ি-ঘর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধে কার্যকর উদ্যেগ নিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। একইসাথে হামলা-মামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান বলেন, “সংবিধানের ৬(২) ধারা সংশোধন করতে হবে। পাহাড়সহ সর্বত্র এক আইন বলবৎ থাকতে হবে। পাহাড়ে আলাদাভাবে সেনাশাসন জারি রাখলে পাহাড়ি-বাঙ্গালী দ্বন্দ্ব অব্যাহত থাকবে। সকল জাতিগত নিপীড়ন, মব-হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমি, সমগীতের সাধারন সম্পাদক বীথী ঘোষ, নারী সংহতির সম্পাদক অপরাজিতা চন্দ, ইউল্যাবের শিক্ষক অলিউর সান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি)সভাপতি তৌফিকুজ্জামান পিরাচা, এক্টিভিস্ট মাহতাব উদ্দীনসহ অন্যরা। 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এমজে ফেরদৌস, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer