Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩১, রোববার ২২ ডিসেম্বর ২০২৪

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত: ১৪:৪৪, ৫ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

ফাইল ছবি

সংস্কার বিষয়ে সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে যমুনায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ একটি প্রতিনিধি দল।

শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধি দলে আরও রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও সালাহউদ্দিন আহমেদ।

দ্রুত নির্বাচনের প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বসবে বিএনপি বলে দলটির একটি সূত্র জানিয়েছে। বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোসরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে দলটি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer