Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

রাতে মন্দিরের ভলান্টিয়ার উধাও হওয়া চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭, ৬ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

রাতে মন্দিরের ভলান্টিয়ার উধাও হওয়া চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি- সংগৃহীত

দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে এমন নির্দেশনা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন্দিন ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দির কমিটির নিজেদের পক্ষ থেকেও সজাগ থাকতে হবে। গভীর রাতে ভলান্টিয়ার উধাও হয়ে যাবে এমন হওয়া চলবে না।এ সময় নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ে ৮ দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে ও প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কোনো বাধা ছাড়াই সবাই দুর্গোৎসবে মেতে উঠতে পারবেন আশা জানিয়ে তিনি আরও বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নিরাপদে আপনারা দুর্গাপূজা উদযাপন করবেন। আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হবে।
 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer