ছবি- সংগৃহীত
গ্রেপ্তারের দু’দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।
এর আগে আজ বিকালে রাজধানীর পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলায় সাবেক এ মন্ত্রীকে জামিন দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত পৃথক এ আদেশ দেন।
জানা গেছে, সাবের হোসেন চৌধুরীকে রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। পরে দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এরপর সাবেক এ মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।