Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকল জাতীয় পার্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩, ১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডাকল জাতীয় পার্টি

ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগামীকাল শুক্রবার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়। দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer