ফাইল ছবি
,জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় পার্টি। শুক্রবার রাত আটটার দিকে জাপা নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
শনিবার কাকরাইলে অনুষ্ঠেয় সমাবেশ কর্মসূচি করতে পারছে না জাতীয় পার্টি। প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দেওয়ায় জাপা এ সমাবেশ করবে না বলেও জানান রেজাউল ইসলাম।
এরআগে, শুক্রবার রাত পৌনে আটটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। যেহেতু আমরা একটি রাজনৈতিক দল, আমাদের বিভিন্ন চিন্তা-ভাবনা করতে হয়। বিগত সময়ের একটি ঘটনায়ও আমরা অভিযোগ করেছি। তারা আমাদের তদন্ত করে বলবে বলেছে।’
বৃহস্পতিবারের ঘটনা উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমরা আইনে বিশ্বাসী দল, আইনের আশ্রয় নেবো।’