ফাইল ছবি
বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের লাউজানি গ্রামে মোহাইমিনুল হকের (৫০)এর নিজের চাষকৃত আড়াই বিঘা মাছের পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলেছে। যাতে তার আনুমানিক ৪/৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এর আগে চাষী মোহাইমিনুল হকের পেঁপে বাগানে ২৬ অক্টোবর রাতে চাষকৃত ৭ বিঘা জমির পেঁপে বাগান অজ্ঞাত সন্ত্রাসীরা রাতের আঁধারে কেটে ফেলে। পেঁপে বাগানে পেঁপে গাছ কেটে ফেলার ঘটনায় তার প্রায় আর্থিক ক্ষতি হয়েছে ১৪ লক্ষ টাকার মত।
এ ঘটনায় তিনি ঐদিন যশোরের ঝিকরগাছা থানায় একটি অভিযোগ করলেও পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে দ্বিতীয়বার একই ব্যক্তির মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগের ফলে তিনি চার পাঁচ লাখ টাকার খতির সম্মুখীন হলেন। এ ব্যাপারে চাষী মোহাইমিনুল হক যশোরের ঝিকরগাছা থানায় একটি অভিযোগ করেছেন।