ছবি- সংগৃহীত
রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির (জাপা) অফিসের সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার ভোর থেকেই কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
এর আগে এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানার।
এ পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ -ডিএমপি। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবং জনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শনিবার রাজধানীর পাইওনিয়ার রোড এবং কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।