Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বাবু গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বাবু গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ঘনিষ্ঠ অনুসারী জাহাঙ্গীর আলম ওরফে গালকাটা বাবুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে গাজীপুর মহানগরীর হাক্কানী সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’, গাজীপুর শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

গাজীপুর সদর থানার এসআই আবু সাঈদ জানান, রোববার দুপুরে শহরের হাক্কানী সোসাইটি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer