Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

গণপিটুনিতে সাবেক মন্ত্রী মন্নুজানের ভাগ্নে নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গণপিটুনিতে সাবেক মন্ত্রী মন্নুজানের ভাগ্নে নিহত

ফাইল ছবি

খুলনা নগরীর দৌলতপুরে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নজান সুফিয়ানের ভাগ্নে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান (মসজিদ) রোডে যৌথ বাহিনীর অভিযান চলাকালে দৌড়ে পালাতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন। নিহত রূপম আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় রূপম আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অভিযানে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে ২০২২ সালে রূপম র‌্যাবের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুই গ্রুপের সংঘর্ষের পর একজনের আহত হওয়ার খবর তিনি শুনেছেন। পরে তাকে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে তিনি জানতে পেরেছেন নিহত রূপম গণধোলাইয়ের শিকার।আরিফুজ্জামান রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে ওসি। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রূপমের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer