Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৭ ১৪৩১, সোমবার ০২ ডিসেম্বর ২০২৪

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর পল্লবী এলাকায় আকরাম খান রাব্বি হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজার) সাবেক সংসদ সদস্য ও আওয়ামী মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পল্লবী থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়।

তখন রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত আকরামের বাবা ফারুক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer