Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১, রোববার ১৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ করে নির্যাতন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ করে নির্যাতন

ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পরিবার।

গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরের সুবিদবাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, মিসবাহ উদ্দিন সিরাজ বৃহস্পতিবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে তাকে অন্য একটি অটোরিকশা তুলে নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে নগরীর সাগরদিঘিরপাড় এলাকার শ্মশান সংলগ্ন সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।অপহরণের পর হাতে ও পায়ে কোপানোর চিহ্ন দেখা গেছে।

পরে নগরের সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। শুক্রবার সকাল ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্সে চলে যান মিসবাহ উদ্দিন সিরাজ।

এ বিষয়ে জানতে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান বলেন, মিসবাহ সিরাজ গুরুতর আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বলেন, মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে। কে বা কারা হামলা করেছে সেটা জানা যায়নি। তিনি আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে শুনেছি। পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে চলে গেছেন। তবে কোথায় গেছেন জানা নেই।

তিনি আরও বলেন, এ ঘটনার পর তার পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer